বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এলাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।
শনিবার (২২ জুন) বিকেল থেকে যানজট শুরু হয়। যানজটের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলগামী যানবাহন এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত একমুখী চলাচল করছে। এছাড়া ঢাকাগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে ভূঞাপুর হয়ে এলেঙ্গা লিংক রোড দিয়ে চলাচল করছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বৃষ্টির কারণে যানবাহনে ধীরগতি ও অতিরিক্ত গাড়ির চাপ রয়েছে সড়কে। মানুষদের নির্বিঘ্নে গন্তব্যে ফেরাতে নিরলস কাজ করছে পুলিশ।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ