সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিবন্দি মানুষের দুর্ভোগ কমছে না। শুক্রবার (২১ জুন) উপজেলার কোথাও কোথাও পানি কমলেও অনেক এলাকায় পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ডুবে গেছে এলাকার বিভিন্ন হাট-বাজার। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট।
সরেজমিনে দেখা যায়, সৈয়দপুরের পুরো বাজারের অলিগলি পানিতে তলিয়ে গেছে। পানি উঠেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও। বাজারের প্রধান সেতুর ওপর পানি না থাকায় সেখানে বসেছে পণ্যের পসরা। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ব্যবসায়ীরা হাট বসিয়েছেন। ক্রেতাদের কেউ কেউ নৌকায়, আবার অনেকে কোমর পানি মাড়িয়ে এসে জিনিসপত্র কিনছেন। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও একটু বেশি।
স্থানীয় সংবাদকর্মী রেজুওয়ান কোরেশী জানান, এখানকার মানুষের কষ্টের শেষ নেই। ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পুরো সৈয়দপুর বাজার পানিতে তলিয়ে গেছে। সেতুর ওপরে পানি নেই। তাই সেখানেই বসেছে হাট। নিত্যপ্রয়োজনীর জিনিসপত্রের দামও বেশি। মানুষ বাঁচার তাগিতে কেনাকাটা করছেন।
ব্যবসায়ী জাকির হোসেন জানান, আড়তদারের কাছ থেকে পণ্য কিনে আনেন তিনি। বন্যার মাঝে যাতায়াত খরচও বেড়েছে। তাই একটু বেশি দামে বিক্রি করছেন।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান, পুরো ইউনিয়নের মানুষ বন্যাকবলিত। হাটবাজার, রাস্তা-ঘাট পানিতে নিমজ্জিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। দুইদিন বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি বিরাজ করছে। তবে পানি তেমন একটা কমেনি।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ