ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কিশোরগঞ্জে পূর্বশত্রুতার জেরে স্কুলছাত্র খুন

প্রকাশনার সময়: ২২ জুন ২০২৪, ১৬:২২

কিশোরগঞ্জের করিমগঞ্জে প্রতিপক্ষের আঘাতে সৌরব ওরফে বাবু (১৭) নামে এক স্কুলছাত্র খুন হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাত সাড়ে দশটার দিকে কুর্শ্বাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রাফি জঙ্গলবাড়ি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে জঙ্গলবাড়ি গৃহদান এলাকার আবদুস শহীদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত বাবুর সঙ্গে কুর্শ্বাখালি ও তার আশপাশের গ্রামের কতিপয় কিশোরদের পূর্বশত্রুতা ছিলো। এ নিয়ে স্থানীয়রা মিমাংসার উদ্যোগ নিলোও তার সমাধান হয়নি।

বৃহস্পতিবার (২০ জুন) রাতে কুর্শ্বাখালি গ্রামের টিনেরবাড়ির পেছনে রাফিকে একা পেয়ে প্রতিপক্ষরা ঘিরে ধরে। পরে প্রতিপক্ষরা সুইস ঘের দিয়ে বুকে আঘাত করলে ঘটনাস্থলে মারা যায়।

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুল রহমান জানান, এ খুনের ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ