ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ৫ উপজেলা প্লাবিত হওয়ার শঙ্কা

প্রকাশনার সময়: ২১ জুন ২০২৪, ১৪:০৩ | আপডেট: ২১ জুন ২০২৪, ১৪:২৬

সিলেট-সুনামগঞ্জসহ দেশের কয়েকটি জেলায় বর্তমানে বন্যা পরিস্থিতি বিরাজ করছে। উত্তরের অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। এর মধ্যে বাড়ছে যমুনা নদীর পানিও। তিন দিনে যমুনায় প্রায় এক মিটারের বেশি পানি বেড়েছে। ফলে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যাচ্ছে ফসলি জমি। চরাঞ্চলে ছড়িয়ে পড়েছে বন্যা আতঙ্ক।

শুক্রবার (২১ জুন) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৯৭ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১২ দশমিক ৯০ মিটার)। এর আগে বুধবার ৪৩ ও বৃহস্পতিবার ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৭১ মিটার। ২৪ ঘণ্টায় ২৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১ দশমিক ৯ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপদসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এখানে বুধবার ৩৭ সেন্টিমিটার ও বৃহস্পতিবার ৩৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, আসন্ন বন্যা মোকাবিলায় ইতোমধ্যে কার্যকর উদ্যোগ নেয়া হয়েছে।

'গত বছরের মতো এ বছরও বন্যাপ্রবণ পাঁচ উপজেলায় প্রায় ১৮০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলোতে মেডিকেল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে', বলেন তিনি।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, তিন দিন ধরে যমুনা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি এসে পড়েছে। দুই-তিন দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করবে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আরও চার দিন যমুনায় পানি বাড়বে। এতে বিপদসীমা অতিক্রম করে ছোট থেকে মাঝারি বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে পানি বেড়ে যাওয়ায় বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মধ্যে। চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন ছাড়াও যমুনার পশ্চিম তীরবর্তী সদর উপজেলার বাঐতারা, পূর্ব মোহনপুর, বেলুটিয়া এলাকায় নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ