কক্সবাজারের রামুতে ঘুমন্ত স্বামী-স্ত্রীকে জবাই করে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) রাতে কোন এক সময় ঈদগড় ইউনিয়নের উপরের খিল এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
নিহতরা হলেন, ওই এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে রুবি আক্তার ও তার স্বামী নুর মোহাম্মদ। নুর মোহাম্মদ চট্টগ্রামের রাউজান এলাকার বাসিন্দা।
ওসি আবু তাহের দেওয়ান বলেন, রাত ৩টার দিকে এই হত্যার ঘটনা ঘটেছে। কারা কেন এই হত্যা করেছে বিষয়টি পরিষ্কার না। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ