ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ জিলহজ ১৪৪৫

নান্দাইলে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ২২:৫৯

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নান্দাইল (নরসুন্দা) উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮জুন) সকাল ১০টায় নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নান্দাইল (নরসু্ন্দা) এর সভাপতি রাজু আহমেদ এতে সভাপতিত্ব করেন।

আব্দুল্লাহ আল মারুফ ও মাকসুদা বিনতে হাবিব মিশির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাংকার হাসান শরীফ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলমগীর কবির দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের লেকচারার ওমর শাহ্ রাফি সহ প্রমুখ।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে ‘ব্যাক টু ন্যাচার' প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের‌ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে শিক্ষার্থী, পথচারী ও কর্মজীবী ২৫০ জনের মাঝে উন্নত জাতের চারাগাছ বিতরণ করেন।

এসময় শিক্ষার্থীদের মেলাবন্ধনে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের ভূমিকা ও গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন রুমি মেমোরিয়াল গ্রীন ইনিশিয়েটিভ। মিডিয়া পার্টনার হিসেবে ছিল আজকের পত্রিকা, দৈনিক যুগান্তর ও দি ডেইলি ট্রাইবুনাল।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ