ঢাকা, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪, ১৩ আষাঢ় ১৪৩১, ২০ জিলহজ ১৪৪৫

মাগুরায় ঈদ আনন্দে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা

প্রকাশনার সময়: ১৮ জুন ২০২৪, ২১:১২ | আপডেট: ১৮ জুন ২০২৪, ২১:২২

মাগুরায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে। যা ঈদের আনন্দকে বাড়িয়ে দিয়েছে।

ঈদুল আজহার দ্বিতীয় দিন মঙ্গলবার (১৯ জুন) বিকেলে নড়িহাটি গ্রামবাসীর এই আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা ৮টি ঘোড়া অংশগ্রহণ করে। এ ছাড়া এ মেলায় নানা রকম খেলনা এবং বিভিন্ন ধরণের স্টল বসেছে। শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা উপভোগ করতে দূর-দুরান্ত থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ।

মেলা কতৃপক্ষ বলেন, র্দীর্ঘ ত্রিশ বছর আগে এই গ্রামে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হত। তবে গ্রামবাসীর উদ্যোগে আবারও হারানো ঐতিহ্যকে ফিরে আনতে প্রতিবছর ঈদে ঘোড়াদৌড় প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ