কক্সবাজারের রামুতে কোরবানির পশু জবাই করার সময় গরুর লাথিতে আব্দুর কাদের নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ জুন) ঈদের দিন সকালে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘুদালিয়া কাঁটা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তিনি ওই এলাকার মৃত রামাদান করিমের ছেলে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার সরোয়ার উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের জামায়াত শেষে গরু জবাই দেওয়ার সময় গরুর লাথিতে বুকে আঘাত পান আব্দুল কাদের। পরে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঈদগড় মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ