ঈদ যাত্রায় ৮ দিনে বঙ্গবন্ধু সেতু দিয়ে ২ লাখ ৯৪ হাজার ৩৯৮ টি যানবাহন পারাপার হয়েছে। গত রোববার (৯ জুন) থেকে রোববার (১৬ জুন) রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এ সব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৪৫০ টাকা। এদিকে গত শুক্রবার বঙ্গবন্ধু সেতু দিয়ে সর্বোচ্চ টোল আদায়ে রেকর্ড করে সেতু কর্তৃপক্ষ। এদিন টোল আদায় হয় ৩ কোটি ৮০ লাখ ৬০ হাজার ৪শ' টাকা। যা বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে টোল আদায়ের ক্ষেত্রে সর্বোচ্চ রেকর্ড।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, গত ৯ জুন সেতু দিয়ে ২৫ হাজার ২৬৭টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৪০ লাখ ১৪ হাজার ৫০ টাকা। এদিন উত্তরবঙ্গগামী ১২ হাজার ৪৭৫টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৬শ’ টাকা। ঢাকাগামী ১২ হাজার ৭৯২ টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৪৫০ টাকা।
গত সোমবার (১০ জুন) সেতু দিয়ে ২৫ হাজার ৯৩২টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১শ’ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১২ হাজার ৯৯০টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ১২ হাজার ৯৩৩ টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।
গত ১১ জুন সেতু দিয়ে ২৮ হাজার ৪০১টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৬৮ লাখ ২০ হাজার ২৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৪ হাজার ২৮০টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৩শ’ টাকা। ঢাকাগামী ১৪ হাজার ১২১টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৯৫০ টাকা।
গত ১২ জুন বঙ্গবন্ধু সেতুর ওপর দিয়ে ৩০ হাজার ৮৩৪ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৫ হাজার ৭২০ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয় ১ কোটি ৪০ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ১১৪টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৪২ লাখ ৪৬ হাজার।
এরপর ১৩ জুন ৪০ হাজার ৯০৬ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩শ’ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ৬৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪শ’ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৮ হাজার ২৬১টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯শ’ ।
গত ১৪ জুন ঈদযাত্রায় টোল আদায়ে নতুন রেকর্ড করেছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ। এদিন ছোট-বড় বিভিন্ন ধরনের ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪শ’ টাকা। এর ফলে সেতু কর্তৃপক্ষ টোল আদায়ে নতুন রেকর্ড অর্জন কর। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৩ হাজার ২৫টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। অপরদিকে ঢাকাগামী ২০ হাজার ৬৮৩টি যানবাহন যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ১ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৪শ’ টাকা।
১৫ জুন বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার ৮৯১টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ৩ কোটি ৬৫ লাখ ৩১ হাজার ৪৫০ টাকা। এর মধ্যে উত্তরবঙ্গগামী ৩৪ হাজার ২৩৬টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয় ২ কোটি ২২ লাখ ১০ হাজার ৪৫০ টাকা। ঢাকাগামী ১৭ হাজার ৬৫৫ টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৪৩ লাখ ২১ হাজার টাকা।
গতকাল ঈদের আগে রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩৭ হাজার ৪৬৮টি যানবাহন পারাপার হয়। আর এতে টোল আদায় হয় ২ কোটি ৭৫ লাখ ৯১ হাজার ৯৫০ টাকা।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। এর মধ্যে দুই পাশেই ২টি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন।
প্রসঙ্গত, ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ