ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কোরবানির গরু নিয়ে বাড়ি ফেরা হলো না কালু সরদারের

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৬:৫৯

পাবনার ঈশ্বরদীতে পদ্মার চর থেকে কোরবানির গরু নিয়ে শাখা নদী ডোব পার হতে গিয়ে পানিতে ডুবে কালু সরদার (৫৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সাড়া ইউনিয়নের গোপালপুর গ্রাম এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত কালু সরদার সাঁড়া ইউনিয়নের আড়মবাড়িয়া গ্রামের মৃত আফাজ উদ্দিন সরদারের ছেলে এবং সদ্য নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদুল হক রানা সরদারের চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালু সরদার সকালে পদ্মা নদীর শাখা নদী ডোব পার হয়ে পদ্মার চরে কোরবানির গরু আনতে যায়। কোরবানির গরুটি নিয়ে নৌকায় ডোব পার হয়ে আছে। এ সময় গরুটি নৌকা থেকে লাফিয়ে ডোব নদীতে নেমে চরের দিকে যেতে থাকলে কালু সরদার গরু ধরতে ডোব নদীতে নেমে পড়লে অসাবধানতা বসত ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন ।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ