ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

গৌরীপুরে পবিত্র ঈদুল আজহা উদযাপন

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৪, ১৩:১৩ | আপডেট: ১৬ জুন ২০২৪, ১৩:১৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের নূরমহল সুরেশ্বর শরীফে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হয়েছে।

রোববার (১৬ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে সুরেশ্বর শরীফ প্রাঙ্গণে ঈদুল আজহার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত। জামাতে ইমামতি করেন মাওলানা মো.ইব্রাহিম শেখ।

এর আগে সকাল ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ঈদুল আজহার প্রথম জামাতে ইমামতি করেন মো. সেকান্দর আলী সুরেশ্বরী

জামাত শেষে বিশ্ব মুসলিম উম্মাহর সম্প্রীতি-শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত শেষে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সুরেশ্বরের ভক্ত-অনুসারীরা।

সুরেশ্বর দরবার শীরফের পীর ও মোর্শেদ সৈয়দ শাহ নূরে আফতাব পারভেজ নূরী আল সুরেশ্বরী বলেন, ঈদের জামাতে ময়মনসিংহসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করে। ঈদের জামাতে নারী ও পুরুষদের জন্য পৃথক ব্যবস্থা ছিল।

প্রসঙ্গত, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করেন শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফের ভক্ত ও অনুসারীরা। গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ‘ নূরমহল সুরেশ্বর শরীফ’ নামে সুরেশ্বর দরবার শরীফের শাখা রয়েছে। সেখানেও একই রীতি অনুযায়ী রোজা ও ঈদ উদযাপন করা হয়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ