ঈদ যাত্রার শেষ দিনে রাজধানীর ঢাকা ছাড়ছে মানুষ। এর ফলে রোববার (১৬ জুন) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
বিশেষ করে মহাসড়কের টাঙ্গাইলের চরভাবলা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ১০ কি.মি. মহাসড়কে যানবাহনের ধীর গতির তৈরি হয় ৷ এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো মানুষ। এদিকে মহাসড়কে যানজট নিরসনে ৭ শতাধিক পুলিশ সদস্য কাজ করছেন।
পুলিশ জানায়, ভোরে মহাসড়কের যানবাহনের অতিরিক্ত চাপের কারণে বঙ্গবন্ধু সেতুতে ঢাকাগামী যানবাহন বন্ধ রেখে উত্তরবঙ্গগামী গাড়িগুলো যেতে দেয়া হয়। এতে সকাল ৯ টার পর্যন্ত সেতু দিয়ে উত্তরবঙ্গগামী যানবাহনগুলো পারাপার হয়৷ ফলে ৯টার দিকে মহাসড়কের যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছেন।মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ