ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে ডিঙ্গী নৌকা ডুবে নিখোঁজ অবসরপ্রাপ্ত বিজিব সদস্য মো. আজিজুল হকের (৬৩) লাশ উদ্ধার করেছে ডুবুরিরা।
নিখোঁজের প্রায় ৩১ ঘন্টা পর শনিবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনাস্থল থেকে মাত্র ৫০ গজ দূরে তেতুলিয়া বাজার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত বিজিবি সদস্য আজিজুল হক তেতুলিয়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলীর ছেলে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (১৪ জুন) সকালে অবসরপ্রাপ্ত বিজিব সদস্য আজিজুল হক তিন শিশু-কিশোর নিয়ে চরে জমি দেখতে যান। বেলা ১১টার দিকে ফেরার পথে তাদের বহন করা ছোট ডিঙ্গী নৌকাটি ব্রহ্মপুত্র নদের মাঝে ডুবে যায়। এরপর শুরু হয় মৃত্যুর সঙ্গে লড়াই। এদিকে নৌকা ডুবে যাওয়ার পর স্থানীয়রা টের পেয়ে যতক্ষনে তিন শিশু-কিশোরকে উদ্ধার করেন ততক্ষণে বৃদ্ধ বিজিবি সদস্য আজিজুল হক পানিতে তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
গফরগাঁও থানার ওসি শাহীনুজ্জামান খান বলেন, ডুবুরি দল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে তার সন্ধ্যান না পেয়ে ওই দিনের মতো অভিযান সমাপ্ত করে। পরে শনিবার সকাল থেকে আবারও তারা উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে অবসরপ্রাপ্ত বিজিব সদস্য মো. আজিজুল হকের লাশটি উদ্ধার হয়। তার লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ