ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

স্বস্তিতে বাড়ি ফিরছেন উত্তরের মানুষ

প্রকাশনার সময়: ১৫ জুন ২০২৪, ১২:০৭

ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে প্রিয়জনদের কাছে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে গাড়ির চাপ বাড়লেও এই মহাসড়কের কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো অবস্থার সৃষ্টি হয়নি। বাস, ট্রাক, পিকআপ আবার কেও ফিরছে মোটরসাইকেলে ঘরে ফিরছেন মানুষ।

শনিবার (১৫ জুন) সরেজমিনে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ঝাঐল, কোনাবাড়ি কলেজ মোড় এলাকায় দেখা যায় ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনে চাপ বেড়ে গেছে সাধারণ দিনের চেয়ে দ্বিগুন, তবে কোথাও কোন যানযটের চিত্র দেখা যায় নি।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বললে তারা জানান যে, চারলেনের কাজ হওয়ায় আমরা বঙ্গবন্ধু সেতু থেকে কড্ডা, কোনাবাড়ি, নলকা ও হাটিকুমরুল পর্যন্ত কোন ভোগান্তি ছাড়াই যেতে পারছি।

এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে পুলিশ। রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে রয়েছে পুলিশ।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ