ময়মনসিংহের সদর উপজেলায় রাজিয়া খাতুন (৩০) নামের এক নারীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ জুন) দুপুরে উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের সাঁথিয়াপাড়া উজানপাড়া এলাকার একটি পুকুর থেকে বিবস্ত্র মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাজিয়া উপজেলার ওই এলাকার তাহের মিস্ত্রির মেয়ে। রাজিয়া মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গেছে।
নিহত রাজিয়ার মায়ের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয় রাজিয়া। এরপর রাতে বাড়ি না আসায় অনেক খোঁজাখুঁজি করেন তারা। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে খবর আসে পুকুরে রাজিয়ার মরদেহ ভাসছে। তার মরদেহ উদ্ধারের সময় শরীরে কোনো কাপড় ছিল না।
রাজিয়ার মা অভিযোগ করে আরও বলেন, আমাকে মেয়েটাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেই মনে করছি। আমি এর সঠিক বিচার চাই।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সাঁথিয়াপাড়ার উজানপাড়া এলাকার একটি পুকুরে বিবস্ত্র মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও জানান, ধর্ষণের পর হত্যা করা হয়েছে কিনা বা কীভাবে হত্যা করা হয়েছে, ময়নাতদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় যথাযত আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ