ময়মনসিংহের নান্দাইলে বাসচাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় শিশুসহ আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকাল ১১টায় নান্দাইল চৌরাস্তা-কেন্দুয়া সড়কের দক্ষিণ বাশঁহাটির বুটান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যাত্রীর নাম মাসুদ মিয়া (৪০), তিনি জেলার কেন্দুয়া উপজেলার বাসিন্দা, আহতরা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে আল আমিন (৩৫) ও তার ছেলে চাঁদ (১০) নান্দাইল উপজেলার ফুরবাড়ীয়া গ্রামের বাসিন্দা। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ সার্ভিস উপলক্ষ্যে কেন্দুয়া টু ঢাকাগামী যাতায়াত প্রা.লি.বাসটি বিপরীতমুখী দুটি ব্যাটারিচালিত ইজিবাইককে সরাসরি চাপ দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ শিশু, ৩ নারী ও ৪ জন পুরুষ গুরুতর আহত হয়। এ ছাড়াও ব্যাটারিচালিত ইজিবাইক চালকসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।
পরে স্থানীয় আহতদেরকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এতে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত মাসুদ মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনার জন্য দায়ী ওই বাসচালক। তার তাড়াহুড়ার কারণেই এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গেই বাসচালক সুকৌশলে পালিয়ে যায়।
এবিষয়ে ওসি আবদুল মজিদ বলেন, আহতদেরকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া বাসচালককে ঘটনাস্থলে না পেলেও বাস জব্দ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ