ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে অবসরপ্রাপ্ত বিজিব সদস্য মো. আজিজুল হক (৬৩) নিখোঁজ হয়েছেন। একই ঘটনায় তিন শিশু-কিশোরকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত নিখোঁজ আজিজুলের খোঁজ মেলেনি। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার তেতুলিয়া এলাকার ব্রহ্মপুত্রে নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আজিজুল হক উপজেলার তেতুলিয়া গ্রামের বাসিন্দা মৃত কেরামত আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে আজিজুল হক নাতি সম্পর্কিত তিন শিশু-কিশোরকে নিয়ে ডিঙ্গি নৌকা করে ব্রহ্মপুত্রের ওপারে চরআলগী ইউনিয়নের চন্ডিচর গ্রামে তাদের জমি দেখতে যান। পরে ওই নৌকা করেই ফেরার পথে মাঝ নদে নৌকাটি ডুবে যায়। এ সময় স্থানীয়রা টের পেয়ে সুমাইয়া (১২), নূর জামিলা (১৪) ও মিমকে (১৫) উদ্ধার করে তীরে উঠাতে পারলেও ততক্ষণে আজিজুল পানিতে তলিয়ে যায়।
খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের নিয়ে দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়েও আজিজুল হকের খোঁজ মেলেনি। এরপর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে দীর্ঘ সময় চেষ্টা করে তারাও ব্যর্থ হয়।
এ ব্যাপারে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান বলেন, দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান না পেয়ে আজকের মতো উদ্ধার তৎপরতা সমাপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার ফের উদ্ধার অভিযান চালাবে ডুবুরি দল।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ