ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ট্রলারডুবির ২২ ঘণ্টা পরও শেখ মজিদ নামে এক গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চর হরিরামপুর ইউনিয়নের পদ্মা নদীর জলসীমায় এ দুর্ঘটনা ঘটে।
শেখ মজিদ গাজিরটেক ইউনিয়নের রমেশ বালার ডাঙ্গী গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছেলেসহ আরও তিন ব্যক্তি ছিলেন। তাদেরকে একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করতে পারলেও তিনি স্রোতের তোরে তলিয়ে যান।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, গাজীরটেক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার শেখ, আহমদ মোল্লা, আলতাফ জোয়ারদার ও শুকুর আলী। এরা সকলেই একই গ্রামের বাসিন্দা।
গাজীরটেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধার হওয়া আনোয়ার বলেন, বৃহস্পতিবার সকালে তারা গরু এবং ছাগল নিয়ে বিক্রির উদ্দেশ্যে দোহার উপজেলার জয়পাড়া হাটে যান।
বিকালে বিক্রি শেষে তারা কার্তিকপুর ঘাট থেকে একটি ছোট ট্রলারযোগে বার্রা ঘাট হয়ে বাড়ি ফিরছিলেন। সে সময়ে পদ্মা নদীতে প্রচুর স্রোত ও ঢেউ ছিল। হঠাৎ একটি ঝড়ো বাতাসে তাদের নৌকাটি সোজাভাবে পানিতে তলিয়ে যায় এবং তারা নৌকার মাচাইল ধরে পানিতে ভেসে থাকেন।
প্রায় ২৫ মিনিট ভেসে থাকার পর একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসে। এ সময় তারা প্রথমে মজিদ শেখকে তুলতে চেষ্টা করে কিন্তু তিনি ঢেউয়ের বাড়িতে তলিয়ে যান। পরে বাকি চারজনকে উদ্ধার করে কিন্তু শেখ মজিদকে খুঁজে পাওয়া যায়নি।
চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, খবর পেয়ে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ