ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, আহত ৮

প্রকাশনার সময়: ১৪ জুন ২০২৪, ১৬:০২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে শ্রীনগর উপজেলার কেয়টচিড়া এলাকায় অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার ও পিক-আপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ জুন) ভোরে অ্যাম্বুলেন্সের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকার এর পিছনে থাকা পিকআপভ্যান ধাক্কা দেয় প্রাইভেটকারকে। এরপর অ্যাম্বুলেন্সের পেছনে থাকা দ্রুত গতির প্রাইভেটকার নিযন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়।

এতে ৬/৮ জন আহত হয়। তবে কোনোধরনের হতাহতের ঘটনা ঘটেনি। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন। এ তথ্য নিশ্চিত করেছে হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যদের পাঠিয়েছি। দুর্ঘটনায় কোন ধরনের হতাহত হয়নি। তবে ৬ থেকে ৮ জন হালকা ব্যথা পেয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া এখন সুস্থবোধ করছেন।

তিনি আরও জানান, সংঘর্ষ হওয়া অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে এখনও কোন লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ