টাঙ্গাইলে মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে ঢাকা-টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উত্তরবঙ্গগামী লেনে ৫ কিলোমিটার এলাকায় ধীরগতি যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় মালবাহী একটি ট্রাক উল্টে যায়। ফলে মহাসড়কের এলেঙ্গা থেকে ঘারিন্দা আন্ডারপাস পর্যন্ত যানবাহন চলাচলের ধীর গতির সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে পড়ে। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে সরিয়ে ছিটিয়ে পড়ে। ফলে কিছু সময় পরিবহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সাভির্স লেন চালু ছিল। ক্ষতিগ্রস্থ ট্রাকটি সরিয়ে নেয়ার পর দ্রুত গতিতে পরিবহন চলাচল করছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন ঈদযাত্রা যানজটমুক্ত ও নির্বিঘ্নে করতে মহাসড়কে প্রায় ৮শ পুলিশ সদস্য নিরলস পরিশ্রম করছে। গত কয়েকবছর এ মহাসড়ক দিয়ে ভোগান্তিমুক্ত ঈদ যাত্রা করেছে মানুষ।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ ও ময়মনসিংহের প্রায় ২২ জেলার যানবাহন চলাচল করে। ঈদে অতিরিক্ত যান, দুর্ঘটনা কিংবা টোল প্লাজায় ধীরগতির কারণে অনেক সময় মহাসড়কে যানজট লাগে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ