ঈদ যাত্রার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে বঙ্গবন্ধু সেতু ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৯০৬ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩শ টাকা।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, বুধবার (১২ জুন) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর উপর দিয়ে ৪০ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ২২ হাজার ৬৪৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪শ টাকা। অপরদিকে ঢাকাগামী ১৮ হাজার ২৬১ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯শ।
উল্লেখ্য, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই মোটরসাইকেলের জন্য ২ টি করে বুথ রয়েছে৷
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ