ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

খেজুর কুড়াতে যাওয়া ৩ শিশুর মরদেহ ভাসছিল পুকুরে

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৪, ১৯:৩৬

ময়মনসিংহের ফুলপুরে গাছ থেকে পড়ে থাকা পাকা খেজুর কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- উপজেলার রূপসী ইউনিয়নের ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৮) ও ছেলে মেহেদী (৬) এবং মন্নাছ আলীর মেয়ে নুসরাত (৮)।

রূপসী ইউনিয়নের চেয়ারম্যান শাহ সুলতান চৌধুরী জানান, ওই পুকুর পাড়ে একটি খেজুর গাছ রয়েছে। ওই গাছ থেকে পড়ে থাকা পাকা খেজুর কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এ তিন শিশুর মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, এক ব্যক্তি পুকুরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাদের মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়দের নিয়ে উদ্ধার করেন। এ ঘটনায় ওই গ্রামজুড়ে শোক বিরাজ করছে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ