ঢাকা, শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ জিলহজ ১৪৪৫

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৪, ১৬:০৬

‘প্রত্যাগত অভিবাসী, ফিরে এলেও পাশে আছি’ এ শ্লোগান নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদেশে প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণের লক্ষে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১২টায় শুরু হয়ে দুপুর পৌনে ৩টায় শেষ হয় এ সেমিনার।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেন্টার ময়মনসিংহের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ময়মনসিংহের অধ্যক্ষ প্রকৌশলী মো. মাহতাব উদ্দিন।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জনশক্তি অফিসের সহকারী পরিচালক অমিত সরকার, প্রবাসী কল্যাণ ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক মো. খায়রুল আলম, ময়মনসিংহ জেলা ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী, কাতার প্রবাসী ইমরান হোসেন, সৌদি প্রবাসী মো. আক্তারুজ্জামান প্রমুখ।

সেমিনারে বিদেশে প্রত্যাগত অভিবাসী কর্মীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সহযোগিতা প্রদানসহ বিভিন্ন বিষয়ে উপর গুরুত্বারোপ করা হয়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ