ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

টাঙ্গাইলে কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

প্রকাশনার সময়: ১৩ জুন ২০২৪, ১২:০৬

টাঙ্গাইলের ঘাটাইলে কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কদমতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কদমতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে বাদশা মিয়া ও কাশতলা গ্রামের জুয়েল। তারা দুই জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া জানান, সকালে জুয়েল এবং বাদশা মোটরসাইকেলযোগে ঘাটাইল যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই জন নিহত হন।

খবর পেয়ে পুলিশ কাভার্ডভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ