নাটোরের গুরুদাসপুরে জমি নিয়ে বিরোধের জেরে দুলাভাইয়ের ঘুষির আঘাতে শ্যালক জামাত আলীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুলাভাই লছিমুদ্দিন জাদুকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) সকালে উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন।
নিহত জামাত আলী (৫৫) উপজেলার চাপিলা ইউনিয়নের বৃ-পাথুরিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই কাঠা জমি নিয়ে লছিমুদ্দিনের সঙ্গে শ্যালক জামাত আলীর বিরোধ চলে আসছিল। সেই জমিতে লছিমুদ্দিন বাড়িতে একটি নলকূপ বসানোর জন্য মিস্ত্রি নিয়ে আসেন। এ নিয়ে সকাল থেকেই দুজনের বিরোধ শুরু হয়।
একপর্যায়ে লছিমুদ্দিন তার শ্যালককে কিলঘুষি মারতে থাকেন। এসময় জামাত আলীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সে চলে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথে শ্যালক জামাত আলীর মৃত্যু হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উজ্জল হোসেন জানান, এ ঘটনায় নিহতের দুলাভাই লছিমুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার একটি মামলা দায়ের করেছেন। বাকিদের অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ অভিযানে রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ