চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মো. সিফাত (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাতি লোটা নামক সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সিফাত মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর এলাকার মৃত আবুল বশরের ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আবদুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, সিফাত নামে এক মোটরসাইকেলযোগে আরোহী ঢাকাগামী সড়কের বাড়বকুণ্ড বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। মহাসড়কের হাতিলোটা সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ জানান, রাতে বাড়ি ফেরার সময় অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাকে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ