ঈদুল আজহার আর মাত্র ৫ দিন বাকি রয়েছে। তার আগেই কিশোরগঞ্জের হোসেনপুরে বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। বিক্রেতারা বলছেন, সবজিভেদে কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২৫ টাকা পর্যন্ত। ৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজিই। নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষেরা বাজারে ঢুকে দিশেহারা হয়ে পড়েছেন।
বুধবার (১২ জুন) সকালে বিভিন্ন স্থানে সবজির আড়ত, গোবিন্দপুর চৌরাস্তা বাজার, হোসেনপুর নতুন কাঁচা বাজার, গাংগাটিয়া বাজার ও রামপুর বাজারসহ একাধিক বাজার ঘুরে এরকম তথ্য পাওয়া গেছে। গেল সপ্তাহ ধরে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়, বেগুনের কেজি ৪০ টাকা, কচুরমুখি ৭০ টাকা, পটল ৬০ টাকা, ঝিঙা ৬০ টাকা, ছিছিঙা ৬০ টাকা, করলা ৮০, ঢেঁড়স ৪০ টাকা, শসা ৭০ টাকা, টমেটো ৭০ টাকা, কাঁচামরিচ ১৪০ টাকা, ৯০ টাকা, পাতাকপি ৪৫ টাকা, কচুরলতির মুটি ৬০ টাকা এবং পেঁয়াজ ৬০ টাকা থেকে বেড়ে এখন ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
চর কাউনা সবজি আড়ত থেকে সবজি কিনতে আসা আলমগীর বলেন, কোনো কারণ ছাড়াই শাক-সবজির দাম বেড়ে যাচ্ছে। সামনে ঈদ সাধারণ মানুষেরা কি খাবে একটু কি চিন্তা করেছেন সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাঁচা মরিচসহ পটল, বেগুন, আলুর দামও বেড়েছে।
রিকশাচালক লালন বলেন, আমি কাজ করে দিন আনি দিন খাই। সারাদিন রিকশা চালাইয়া যে ভাড়া পাই, তা দিয়া মাছ-মাংস কিনার স্বপ্নরও দেখি না সবজি দিয়া কোনো রকমে সংসার চালাই। ওখন বাজারো আইয়া ৬০ টাকার কমে কোনো সবজি পাইছি না।
গোবিন্দপুর বাজারের সবজি বিক্রেতা রুবেল মিয়া বলেন, এ বছর বৃষ্টি কম হওয়ায় সবজি উৎপাদন কম হয়েছে। যার ফলে দুই সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ১৫থেকে ২৫ টাকা করে বেড়েছে। আমরা কি করবো আমরা কিনতে গেলে সবজিতে বেশি দাম রাখে, তাই আমাদের ২/৪ টাকা লাভে বিক্রি করতে
হচ্ছে।আরেক ব্যবসায়ী আল-আমিন বলেন, আমরা পাইকারি বাজার থেকে যখন যেমন দামে সবজি কিনে নিয়ে আসি, তখন স্বল্প লাভেই খুচরা বাজারে বিক্রি করি। এখন বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রি করতেও হচ্ছে একটু বেশি দামে।
কোরবানি ঈদের পরে সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানান আড়তদার সাহাদ হোসেন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ