গরুবোঝাই ট্রাক দুর্ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে দুজন নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় বুধবার (১২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে রাসেল নামের এক গরু ব্যবসায়ীর পরিচয় পাওয়া গেছে। তিনি কুমিল্লা লাকসাম উপজেলার বাসিন্দা। অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
ওসি মঞ্জুরুল আলম বলেন, ঢাকা থেকে ১৭টি কোরবানির গরু নিয়ে একটি ট্রাক কুমিল্লার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৯টার দিকে ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে এক গরু ব্যবসায়ীসহ দুজনের মৃত্যু হয়। এসময় দুটি গরুও মারা যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। ১৫টি গরু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ