ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত এক, আহত ২৫

প্রকাশনার সময়: ১২ জুন ২০২৪, ১৩:৪৮ | আপডেট: ১২ জুন ২০২৪, ১৪:৫৭

টাঙ্গাইলের বাসাইলে জমিজমা বিরোধের জেরে মনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।

বুধবার (১২ জুন) সকালে উপজেলার স্থলবল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম স্থলবল্লা গ্রামের শওকত আলীর স্ত্রী। গুরুতর আহত ১১জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাসাইল স্থলবল্লা গ্রামে বিতর্কিত একটি জমিকে নিয়ে দীর্ঘদিন ধরে স্থলবল্লার দক্ষিণ পাড়ার বেলাল হোসেন, জালাল হোসেনদের সঙ্গে উত্তর পাড়ার আনোয়ার ও রাসেলদের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে আদালতে। আজ বুধবার সকালে জমি দখল করাকে কেন্দ্র করে দু’পক্ষের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দা, ফালা, টেটাসহ দেশিও অস্ত্র নিয়ে তারা একে অপরের ওপর হামলা করে। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহার আমিন বলেন, একজন নিহত হওয়ার সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ