সারা বছর টুকটাক কাজ থাকলেও কোরবানির ঈদ আসলে তা বেড়ে যায় কয়েকগুন, সকাল, সন্ধ্যা ও গভীর রাত পর্যন্ত ব্যস্ত থাকেন কামাররা।
দিন যতই যাচ্ছে ততই এগিয়ে আসছে কোরবানির ঈদ আর এই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামাররা। কামার পল্লিগুলোতে এখন ক্রেতাদের উপচে পরা ভিড়। পুরাতন দ্যা, বোটি, ছুরি, কাটারি ইত্যাদি জিনিস মেরামত করে করছে নতুন, আবার কেও নতুন কিনতে ভির জমাচ্ছ।
ছোট্ট একটি বাঁশের সঙ্গে রশি ঝুলিয়ে এক হাত দিয়ে টানতে থাকে আর অন্য হাতদিয়ে কয়লা, লোহার বিভিন্ন জিনিস দিয়ে থাকে। আগুনে পোড়া হলে সেটা লোহার চেলের উপর রেখে হাতুড়ি দিয়ে বেরোতে থাকে আর তৈরী হয় লোহার বিভিন্ন জিনিস। নিখুঁত ভাবে তৈরি করে বিভিন্ন জিনিস
উপজেলার পাইকশা বাজারের কামার আব্দুল্লা বলেন, সারা বছর কাজ থাকলেও কোরবানির ঈদ আসলে ব্যস্ততা বেড়ে যায়। সকালে আসি গভীর রাতে চলে যাই তবুও মনে হচ্ছে না যে কাজ শেষ হবে।
এক ক্রেতা বলেন, ছুরি ধার দিতে আসছি কয়েকদিন পর কোরবানির ঈদ তাই পুরাতন জিনিস ধার ও চকচকে করতে আসছি।
দ্যা, বোটি, ছুরি, কাটারি ইত্যাদি বানাতে কামারশলায় প্রতিদিনি ক্রেতা ভির জমাচ্ছে, এতে ব্যস্ত কামাররা।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ