বরিশালের বাকেরগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক যুবক।
সোমবার (১০ জুন) সন্ধ্যার পরে উপজেলার রুহিতাপাড় এলাকায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কলসকাঠী ইউনিয়নের দিয়াতলী গ্রামের সাগর (২৩) ও নুরুজ্জামান (৬০)। অপরদিকে আহত হলেন- উপজেলার কলসকাঠীর চৈইনগর গ্রামের শফিকুল ইসলাম অমি (১৮) ।
স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী থেকে ছেড়ে আসা মোটরসাইকেলটি মিশু ফিলিং স্টেশনের সামনে এলে মহাসড়কের পশ্চিম পাশে রুহিতারপাড় জামে মসজিদের এক মুসল্লি দৌড় দিয়ে সড়ক পার হতে গেলে মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।
এতে পথচারী মোটরসাইকেলের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। এসময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাঁটাতারের বেড়ার ওপর পড়ে। এতে কাঁটাতারে গলা কেটে গিয়ে ঘটনাস্থলে নিহত হন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ