ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ১৪:১১

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় মো. বিল্লাল (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

সোমবার (১০ জুন) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল ঢাকা ডেমরা উপজেলার আনিস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের সরাতৈল এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে উত্তরবঙ্গগামী একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে আরোহী মারা যায়। পরে এ খবর পেয়ে ঘটনাস্থল নিহতের মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুব আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ