ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

সিলেটে টিলা ধসে নিখোঁজ তিনজনের মৃতদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ১৩:৩১ | আপডেট: ১০ জুন ২০২৪, ১৪:০৮

সিলেটে টিলা ধসে একই পরিবারের তিনজন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের মৃতদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ৭টার দিকে ভারী বৃষ্টিতে চামেলিবাগের ৩৫ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসের ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে স্বামী-স্ত্রীসহ দুই বছরের একটি শিশু সন্তান ছিলেন।

জানা যায়, পাহাড়ধসে প্রথমে সাতজন মাটি চাপা পড়েন। এর মধ্যে চারজনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন এখনও নিখোঁজ আছেন।

এদিকে নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী কাজ করে। এ সময় উদ্ধার কাজে স্থানীয়রাও সহযোগিতা করেন।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ