সিলেটে টিলা ধসে একই পরিবারের তিনজন মাটির নিচে চাপা পড়েছেন। তাদের মৃতদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আজ সোমবার (১০ জুন) সকাল ৬টার দিকে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলার চামেলীবাগ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ৭টার দিকে ভারী বৃষ্টিতে চামেলিবাগের ৩৫ নম্বর ওয়ার্ডে পাহাড়ধসের ঘটনা ঘটে। নিখোঁজদের মধ্যে স্বামী-স্ত্রীসহ দুই বছরের একটি শিশু সন্তান ছিলেন।
জানা যায়, পাহাড়ধসে প্রথমে সাতজন মাটি চাপা পড়েন। এর মধ্যে চারজনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজন এখনও নিখোঁজ আছেন।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ