ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ গেল হোটেল কর্মচারীর

প্রকাশনার সময়: ১০ জুন ২০২৪, ১২:২২

কক্সবাজার সদরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নুরুল কাদের (২৩) নামের এক হোটেল কর্মচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

রোববার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলাতলী সমুদ্রসৈকতের বেলি হ্যাচারি পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহত নুরুল কাদের চকরিয়া উপজেলার বড়ইতলী, ৪ নম্বর ওয়ার্ড উপরপাড়ার বাসিন্দা ইব্রাহীমের ছেলে। নুরুল কাদের ওই হোটেলের রান্নাঘরের শেফ সহকারী কর্মরত ছিলেন।

শেফ সহকারী মোহাম্মদ বাদশা বলেন, হোটেলের কাজ শেষ করে নুরুল কাদের ও তার দুই সহকর্মী সন্ধ্যায় সৈকতে ঘুরতে যান। এ সময় ছিনতাইকারীরা নুরুল কাদেরের মোবাইল কেড়ে নিতে চাইলে তিনি বাধা দেন। তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারীরা নুরুল কাদেরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ