নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এক ব্যবসায়ীর বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা, ভাঙচুর ও লুটপাটে চালিয়েছে। এসময় তার ২টি মালবাহী ড্রাম ট্রাকেও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এ ছাড়া বাধা দেয়ায় ব্যবসায়ী ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে হামলাকারীরা। ঘটনার পর ৩ দিন অতিবাহিত হয়ে গেলেও ভুক্তভোগী ব্যবসায়ী রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা নিতে গরিমসি করছে।
শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈশার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের ভয়ে চরম আতঙ্কে রয়েছে ব্যবসায়ীর পরিবার।
ভোক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, খৈশার এলাকার ব্যবসায়ী মফিজুলের সাথে এলাকার চিহ্নিত সন্ত্রাসী এসটি ছাত্তারের বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে ছাত্তারের নির্দেশে ১৫/২০ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ব্যবসায়ী মফিজুলে বাড়ি ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে বাড়ির সামনে রাখা ২টি ড্রাম ট্রাকে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেয়।
এসময় বাধা দেয়ায় ব্যবসায়ী ও তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তারা। হামলায় কমপক্ষে ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী।
এদিকে, ঘটনার পর মফিজুল ইসলাম বাদী হয়ে ছাত্তারসহ ১০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় লিখিত অভাযোগ দায়ের করলে ঘটনার ৩ দিন অতিবাহিত হয়ে গেলে পুলিশ থানায় মামলা রুজু করছে না। এমনকি হামলাকারী ছাত্তারসহ তার লোকজনের প্রতিনিয়ত হুমকির কারণে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে ব্যবসায়ী ও তার পরিবার।
এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলা ভাঙচুর ও গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সম্পন্ন হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ