ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

শ্রীপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

প্রকাশনার সময়: ০৯ জুন ২০২৪, ১৬:৪১

গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় নুরুল ইসলাম (৫৫) নামের এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বরমা চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম উপজেলার বরমী ইউনিয়নের বরমা গ্রামের কাদির মিয়া ছেলে। তিনি ওই ইউনিয়নের কায়েতপাড়া এলাকার মেঘনা গ্রুপের একটি কারখানার শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নুরুল ইসলাম বাড়ি থেকে বাইসাইকেলে কারখানায় যাওয়ার পথে বরমা চৌরাস্তায় পৌঁছালে পেছন থেকে একটি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর রক্তাক্ত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাবিনা বলেন, নূরুল ইসলাম নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ