জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা নেত্রকোণায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাসাপাড়া এলাকার বাড়িটিতে পৌঁছেছে পুলিশের বিশেষায়িত টিম।
পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের একটি দল রোববার (৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে প্রবেশ করে।
পাশাপাশি এসেছে একটি বোম্ব ডিসপোজাল ইউনিট, বিশেষ অস্ত্র ও কৌশল (সোয়াট), সাইবার টিমসহ বেশ কয়েকটি বিশেষ টিম। পুলিশের বিশেষ ইউনিটগুলো এখন ওই বাড়িতে তল্লাশি চালাচ্ছে।
এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার সানোয়ার হোসেন বলেন, আমাদের টিম ভেতরে তল্লাশি চালিয়ে যাচ্ছে। তল্লাশি শেষ হওয়ার পর আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। তবে প্রাথমিক অভিযানে আমরা বিস্ফোরক থাকার আলামত পেয়েছি।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ