ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

জামালপুরে ৩ ভুয়া পুলিশ আটক 

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৪, ১৫:৪৪

জামালপুর পৌরসভার গেইটপাড় পুরাতন পৌরসভা গেট এলাকা থেকে তিন ভুয়া পুলিশকে আটক করেছে জামালপুর সদর থানা পুলিশ ।

শুক্রবার (৭ জুন) রাতে তাদের আটক করা হয়।

শনিবার (৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর।

এর আগে পৌরসভার গেইটপাড় পুরাতন পৌরসভা গেট এলাকার হোটেল সেতুলী থেকে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- গাইবান্ধা জেলার জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী (৪০), সোহেল রানা (২১) ও হবিগঞ্জ জেলার সারফিন আহমেদ তানভীর (২৫)। তাদের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত পুলিশের লোগো সংবলিত কটি, চাবি রিং তিনটি মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা জামালপুর আসা যাওয়া করতো। পুলিশ পরিচয়ে তারা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতো। হোটেলে তারা ১০-১৫ অবস্থান করতো। কোথাও কোনো অপকর্ম করার আগেই পুলিশ তাদেরকে আটক করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, দীর্ঘদিন ধরে তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেল সেতুলী অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ