ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পটুয়াখালীতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ

প্রকাশনার সময়: ০৮ জুন ২০২৪, ১৫:১২

"স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক" প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীতে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ-২০২৪।

শনিবার (৮ জুন) বেলা ১১টার সময় পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় জেলা ভূমি অফিস সংলগ্ন একারেস্টেট প্রাঙ্গনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুর কুতুবুল আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মল কুমার রক্ষিত, সাবেক সভাপতি ব্যানার্জি, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, আমাদের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এখানে বিভিন্ন বুথ থাকবে সেখানে এসে নাগরিকরা যেকোনো সেবা সহজেই নিতে পারবে। সেবা আমরা সারা বছর ধরেই দিয়ে আসছি। তবে এই সেবা সপ্তাহে আমরা আরও দ্রুত সময়ে সহজ ভাবে সেবা প্রদান করতে পারবো। আগের পদ্ধতিতে জমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভূমি অফিসে এসে অনেক ভোগান্তি পোহাতে হতো। তবে বর্তমান সরকারের প্রচেষ্টায় ডিজিটালাইজেশনের মাধ্যমে এখন বর্তমানে সেই সেবাগুলো ঘরে বসেই নেয়া সম্ভব হচ্ছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ