ঘূর্ণিঝড় রেমালে স্থগিত তৃতীয় ধাপের মির্জাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ঘোড়া প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল ও কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী খান মো. আবু বক্কর সিদ্দিকীর কর্মী-সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।
শুক্রবার (৭ জুন) রাত ৯টার দিকে উপজেলার ২নং মির্জাগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত পাঁচজন হলেন, মির্জাগঞ্জ ইউনিয়নের কাপ-পিরিচ সমর্থক রতন গোলদার (৩৮), মেম্বার গোলাম সরোয়ার মৃধা (৪০), সোহগ মৃধা (৪০) মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। ঘোড়া মার্কার সমর্থক মির্জাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিজানুর রহমান হাওলাদার (৪৮), কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা ও মির্জাগঞ্জের এমপির প্রতিনিধি মো. মিজানুর রহমান দুলালকে (৫৫) উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী খান মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, ঘোড়া প্রতীকের প্রার্থীর সমর্থকরা আমার ভোটারকে টাকা দিয়ে কেনার চেষ্টা করছেন, এমন খবর পেয়ে আমরা সেখানে গেলে তারা আমাদের ওপর হামলা করেন। স্থানীয়রা একটি ঘরে আমাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। কয়েক ঘন্টা অবরুদ্ধ থাকার পরে ইউএনও তার ফোর্স নিয়ে গাড়িতে করে আমাকে নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে ঘোড়া প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল বলেন, কাপ-পিরিচ প্রতীকের প্রার্থীর লোকজন অবৈধ কালো টাকা দিয়ে রাতের আধারে ভোট কিনতে গেলে আমার লোকজন বাধা দিলে কাপ-পিরিচের সমর্থকরা অতর্কিতভাবে হামলা চালায় আমার সমর্থকের ওপর। এতে আমার দুই সমার্থক আহত হয়, চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হস্তান্তর করেন।
মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুহাম্মদ জাবের হোসেন বলেন, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে আহত পাঁচজনকে হাসপাতালে আনা হলে তাদের চিকিৎসা দেওয়া হয় এবং দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, তৃতীয় ধাপের (স্থগিত ২৯ মে) এর নির্বাচন আগামী শনিবার (৯ জুন) মির্জাগঞ্জ উপজেলা পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ