লালমনিরহাট কালীগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায় (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার জাহির ইমাম।
শনিবার (৮ জুন) সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রসাশনের সূত্রে জানা যায়, উপজেলায় ৫ম পর্যায় (২য় ধাপে) মোট ৮৭৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী আগামী মঙ্গলবার (১১জুন) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারদের মাঝে গৃহহস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
উপজেলা নির্বাহী অফিসার জহির ইমাম সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দিতি রায় উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, সিনিয়র সাংবাদিক মো. আমিরুল ইসলাম হেলাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তিতাস আলম ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ