ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এক ইলিশের দাম ৪ হাজার  টাকা

অনলাইন ডেস্ক
প্রকাশনার সময়: ২৬ সেপ্টেম্বর ২০২১, ০২:৪৫
মেঘনায় জেলেদের জালে রাজা ইলিশ

ভোলা সদরে মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ১০০ গ্রাম ওজনের ইলিশ মাছ।

শনিবার বিকেলে রাজা ইলিশটি বরিশালের মাছের আড়তে চার হাজার টাকায় বিক্রি করা হয়েছে। উপজেলার কাচিয়া ইউনিয়নের মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

এর আগে মাছটি তুলাতুলি মাছঘাটে নিয়ে এলে সেখানের নাছির উদ্দীন নান্নু মিয়ার গদিতে ডাকে মাছটি তিন হাজার ২০০ টাকা দিয়ে কিনেন কামাল বেপারী।

তুলাতুলি মাছ ঘাটের আড়তদার রিপন হাওলাদার জানান, মেঘনা নদীতে কাচিয়া মাঝের চর এলাকার ইউছুফ মাঝির জালে দুই কেজি ১০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়ে। পরে মাছটি তুলাতুলি ঘাটে নিয়ে আসলে সেখানকার কামাল বেপারী মাছটি তিন হাজার ২০০ টাকায় কিনে বরিশাল পাঠায়। বরিশালে মাছটি চার হাজার টাকায় বিক্রি হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, ইলিশের প্রজনন মৌসুমকে সামনে রেখে সাগর থেকে বড় আকারের ইলিশ মেঘনায় ওঠে আসছে। এর কারনেই জেলেদের জালে বড় ইলিশ পাওয়া যাচ্ছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ