ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

চৌদ্দগ্রামে ট্রাক খাদে পড়ে চালক নিহত

প্রকাশনার সময়: ০৬ জুন ২০২৪, ১৫:৫৭ | আপডেট: ০৬ জুন ২০২৪, ১৬:০০

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মো. হুমায়ুন কবির (৪৬) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেছকিমুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হুমায়ুন কবির দিনাজপুর জেলার সিঁড়িবন্দর থানার ফোরনমিত গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতের প্রতিবেশি ট্রাক চালক আসাদুর রহমান ও পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চাউল ভর্তি করে বুধবার (৫ জুন) বিকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করে ট্রাকটি। বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের কেছকিমুড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক হুমায়ুন কবিরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।’

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ