ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

প্রকাশনার সময়: ০৬ জুন ২০২৪, ১৩:৪৭

টাঙ্গাইলের কা‌লিহাতিতে ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে এক ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক ও হেলপার নিহত হ‌য়।

বৃহস্পতিবার (৬ জুন) রাত দেড়টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপ‌জেলার আনা‌লিয়াবা‌ড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হ‌লেন, কুষ্টিয়া সদর উপজেলার মুনসুর আলীর ছেলে ও চালক শিপন আলী (৪০) এবং বা‌গে‌রহাট জেলার কান্দাপাড়া গ্রা‌মের মৃত শেখ আলিমু‌দ্দি‌নের ছে‌লে শেখ মুহাম্মদ আসলাম (৫৫)।

এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন বলেন, রাতে উত্তরবঙ্গ থেকে ছে‌ড়ে আসা ডিম বোঝাই একটি পিকআপ ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো। পিকআপ ভ‌্যান‌টি আনা‌লিয়াবাড়ি ৯ নম্বর ব্রিজের কা‌ছে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই চালক ও হেলপার নিহত হয়। মরদেহ ও দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে বঙ্গবন্ধু সেতুপূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ