ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

টাঙ্গাইলে বজ্রপাতে গ্যাসের পাইপ ফেটে আওয়ামী লীগ অফিসে অগ্নিকাণ্ড

প্রকাশনার সময়: ০৬ জুন ২০২৪, ১২:০২ | আপডেট: ০৬ জুন ২০২৪, ১২:১০

বজ্রপাতে তিতাস গ্যাসের সঞ্চালন পাইপ ফেটে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের সকল আসবাবপত্র পুড়ে গেছে।

বুধবার (৫ জুন) রাত ১২টার দিকে শহরের মেইন রোডে অবস্থিত আওয়ামী লীগ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে ৷ এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা অফিস পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন, রাতে বজ্রপাতে জেলা আওয়ামী লীগের অফিসের সামনের তিতাস গ্যাসের সঞ্চালন পাইপে আগুন ধরে। এতে করে দ্রুত বেগে গ্যাস বের হয়ে আওয়ামী লীগ অফিসে গ্যাস প্রবেশ করে। ফলে আওয়ামী লীগের অফিসে আগুন ধরে। এতে ৫টি এসি, ২টি কম্পিউটার, ১৬ টি ফ্যান, চেয়ার,টেবিল, আলমারি ক্ষতিগ্রস্ত হয়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়ারের বলেন, আমাদের অফিসের কম্পিউটার, এসি, চেয়ারসহ সকল কিছুই নষ্ট হয়ে গেছে। ফলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ