ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

জাল ভোট দেয়ায় সহকা‌রী প্রিজাইডিং কর্মকর্তা‌কে কারাদণ্ড

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ২২:০৯

টাঙ্গাইলের গোপালপুরে জাল ভোট দেয়ার সময় এক‌টি কে‌ন্দ্রের সহকা‌রী প্রিজাইডিং কর্মকর্তা‌কে ১৫ ‌দি‌নের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট কি‌শোর কুমার দাস।

বুধবার (৫ জুন) বি‌কে‌লে উপ‌জেলার হেমনগর ইউনিয়‌নের খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় কে‌ন্দ্রে এ দণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপ‌জেলা সহকা‌রী ক‌মিশনার (ভূমি) নাজমুল হাসান বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দ‌ণ্ডিত প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম খামারপাড়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক হি‌সে‌বে কর্মরত।

জানা যায়, চতুর্থধা‌পে গোপালপুর উপ‌জেলা প‌রিষ‌দ নির্বাচ‌নের শেষ সম‌য়ে একজন প্রার্থীকে ৫‌টি জাল ভোট দেন প্রিসাইডিং কর্মকর্তা খায়রুল ইসলাম। প‌রে সিলযুক্ত ব‌্যালট পেপার বা‌ক্সে ফালা‌নোর সময় সেখানে দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট ‌কি‌শোর কুমার দাস তা‌কে হা‌তে না‌তে ধ‌রে ফেলেন। প‌রে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা ক‌রে ওই কর্মকর্তা‌কে কারাদণ্ড দেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ