চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তবর্তী এলাকা থেকে দুটি স্বর্ণের বারসহ কাওছার আলি (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি। আটক স্বর্ণের বারের ওজন ২৩২ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ৮০ হাজার টাকা।
বুধবার (৫ জুন) সকালে দামুড়হুদার কুতুবপুর গ্রাম থেকে এ বার উদ্ধার করা হয়।
আটক কাওছার আলি দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মুন্সিপুর বিওপির টহল দল কুতুবপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি ইজিবাইক দর্শনা থেকে সীমান্ত এলাকা কুতুবপুর গ্রামের দিকে যাওয়ার পথে বিজিবির টহল দল ইজিবাইক চালককে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। ইজিবাইক থামানোর পর চালক পালিয়ে যাওয়া চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভাঁজে কালো স্কাচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় একটি প্যাকেট পায়। পরে তা খুললে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। আটক ব্যক্তিকে দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ