ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

এজেন্টদের কারও কাছেই নেই নির্বাচনী কার্ড

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ১৫:৫৪

টাঙ্গাইলের মির্জাপুরে চতুর্থ ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোট কেন্দ্রের কক্ষে থাকা প্রার্থীদের এজেন্টদের কারও কাছেই নির্বাচনী পোলিং এজেন্টের কার্ড পাওয়া যায়নি।

বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এজেন্টরা হলেন, নাজমিন আক্তার (কলস), চম্পা আক্তার (মোটরসাইকেল), ইশানূর (টিউবওয়েল), মর্জিনা (কাপ-পিরিচ), র্শিলা (ফুটবল)।

দুপুরে ওই কেন্দ্রের তিন তলা ভবনের একটি ভোট কক্ষে গিয়ে গাদাগাদি করে বসে থাকতে দেখে জিজ্ঞেস করাতে তারা বলে উঠেন আমরা পাঁচজনই (নারী) বিভিন্ন প্রার্থীর এজেন্ট। কিন্তু তাদের কারও কাছেই নির্বাচন পোলিং এজেন্ট দেখতে না পাওয়াতে তারা বলেন আমাদের কেউ কার্ড দেয়নি। আমরা এ বিষয়ে কিছু জানিনা।

অপরদিকে মির্জাপুর সরকারি এস.কে.পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্টদের কার্ডেও রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষর ও সিল না থাকারও সত্যতা পাওয়া গেছে।

দেওহাটা উচ্চ বিদ্যালয়ের ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সুদেব কর্মকার বলেন, আমি তাদের কার্ড নিয়ে যেতে বলেছি কিন্তু তারা নেয়নি। আমি ব্যস্ততার কারণে বিষয়টি দেখিওনি। উনারা (সাংবাদিকরা) বলার পর আমি খেয়াল করেছি। আমি সব ঠিক করে দিচ্ছি।

রিটার্নিং কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, কার্ড ছাড়া কেউ ভিতরে থাকতে পারবে না এটির কোনো নিয়ম নেই। এ ধরণের ঘটনার সংবাদ আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ