ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬

মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার, প্রতিবাদে মানববন্ধন

প্রকাশনার সময়: ০৫ জুন ২০২৪, ১৫:৩৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকার মুক্তিযোদ্ধা তাবেল ও এলাকার নিরীহ মানুষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (৫ জুন) বেলা ১২টার দিকে তারাবো-ডেমরা সড়কের বিশ্বরোড এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভে দুই শতাধিক নারী-পুরুষসহ অংশ নেন।

মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আওয়ামীলীগ নেতা বকুল ভুইয়া। এ সময় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা তাবেল মিয়ার স্ত্রী জোসনা বেগম, আওয়ামীলীগ নেতা মনসুর আলী, বাদল ভুইয়াসহ আরও অনেকে।

এ সময় তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।

উল্লেখ্য, গত ৩০ মে তারাবো এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আকবর বাদশাসহ তার লোকজন শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর করে। এতে তারা ২০ জনকে কুপিয়েও জখম করেন।

নয়াশতাব্দী/এনএইচ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ