চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পটুয়াখালীর ২টি উপজেলা কলাপাড়া ও রাঙ্গাবালীতে শুরু হয়েছে ভোট গ্রহণ।
বুধবার (৫ জুন) সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
শুরু থেকেই ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে পারে বলে ধারণা উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের। ভোট গ্রহণ শুরুর পর থেকে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কলাপাড়া ও রাঙ্গাবালী এ দুই উপজেলায় ভোটার সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৩শ ৩৮ জন। দুই উপজেলার ১১১ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। সুষ্ঠভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মাঠে ২৮ জন ম্যাজিষ্ট্রেট, ৪ টি র্যাবের টিম, ৭ টি বিজিবির টিম ও ৮ টিম কোষ্টগার্ডর টিম মোতায়ানে করা হয়েছে। এছাড়া পুলিশের মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্টান্ডবাই টিম মাঠে কাজ করবে।
ভোটে কলাপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাঙ্গাবালী উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নয়াশতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ